খাতায় দেখায় বাড়ল পারিশ্রমিক। নয়া নির্দেশিকা উচ্চমাধ্যমিক শিক্ষা সাংসদের। একই সঙ্গে বাড়ানো হয়েছে পরিবহণ ভাতা (টিএ)-ও। দীর্ঘদিন ধরে শিক্ষকেরা যে দাবি তুলেছিলেন, অবশেষে মান্যতা পেল সেই দাবি। বলাবাহুল্য, চলতি বছরে মাধ্যমিকের খাতা দেখার ক্ষেত্রেও বাড়ানো হয়েছিল পারিশ্রমিক। এবার সেই একই পথে হেঁটে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও পরীক্ষার খাতা দেখার পারিশ্রমিক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
বাড়ছে পরিবহণ ভাতা (টিএ)-ও। নয়া নির্দেশিকা জারি করেছেন, সংসদের সচিব তাপসকুমার মুখোপাধ্যায়। তবে বাড়ল কত টাকা? আগে খাতা পিছু শিক্ষকেরা পেতেন পাঁচ টাকা। এবার থেকে মিলবে ছয় টাকা। এবং টিএ বাবদ শিক্ষকেরা পাবেন ২৫০ টাকা।