৩০ নভেম্বর, ২০২৩
শিক্ষা

করোনার জের, একধাক্কায় মাধ্যমিকের সিলেবাস কমল ৩৫ শতাংশ

২০২২-এর মাধ্যমিক পরীক্ষার্থীরা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষাও দিতে পারেনি করোনার জেরে
madhyamik examination Bengali News
-
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২১
শেষ আপডেট: ২৪ আগস্ট ২০২১ ১৮:০২

সিলেবাস কমল মাধ্যমিকের। অর্থাৎ ২০২২ সালে যে সমস্ত পরীক্ষার্থীরা মাধ্যমিক দেবে, তাদের ক্ষেত্রেই এটি প্রযোজ্য। যেহেতু করোনা আবহে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এবং ২০২২-এর মাধ্যমিক পরীক্ষার্থীরা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষাও দিতে পারেনি করোনার জেরে। সেক্ষেত্রে তাদের চাপ কিছুটা কমাতে ৩০-৩৫% কমল মাধ্যমিকের সিলেবাস।

সব বিষয়ের ক্ষেত্রেই মূলত ৩০-৩৫% কমানো হল সিলেবাস। সূত্রের খবর, ২০২২ সালের পরীক্ষার্থীরা যখন একাদশ শ্রেণিতে উঠবে, তারা বিজ্ঞান বা কলা কিংবা বাণিজ্য যেই বিভাগেই যাক না কেন, তাদের যেন খাপ না থাকে পড়াশোনাতে। সে দিকে নজর রেখেই মূলত দরকারি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ সিলেবাস কমানো হল।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই ঘোষণা করা হয়েছিল, গতবারের সিলেবাসের ভিত্তিতেই এবারের পরীক্ষা হবে। তবে আজকের ৩৫ শতাংশ সিলেবাস কমানোর সিদ্ধান্ত কী আগের সিলেবাস ওপর বহাল? এ বিষয়ে জানা গেছে, মাধ্যমিকের মূল যে সিলেবাস রয়েছে। তার থেকে ৩০-৩৫ শতাংশ সিলেবাস কমানো হবে। তবে বলে রাখা ভালো, প্রত্যেকটি বিষয়েই ৩৫% কমছে না সিলেবাস। কোনও ক্ষেত্রে তা ৩০% আবার কোনও ক্ষেত্রে ৩২%, তো কোনও ক্ষেত্রে ৩৫ শতাংশ।

মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে এই ঘোষনা করার পর তা প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষকের কাছে দেওয়া হয়েছে। শীঘ্রই তা ছাত্রছাত্রীরা পেয়ে যাবে। তবে এক্ষেত্রে প্রশ্ন, সিবিএসই কিংবা আইসিএসই-এর মতোই দুটি সেমিস্টারে চূড়ান্ত পরীক্ষা নেবে মধ্য শিক্ষা পর্ষদ? এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। পরীক্ষা কবে হবে কিংবা পরীক্ষা কীভাবে হবে এবং স্কুল কবে খুলবে, পুরোটাই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর। যদিও তৃতীয় ঢেউ বিশেষ প্রভাব না ফেললে, সরকারের ইচ্ছে রয়েছে ভাইফোঁটার পরেই স্কুল খোলার।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৩ নভেম্বর

'ফিল্ম স্টাডিজ' বিষয়ে আগ্রহী হলে জানুন এই কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য

Nsou
১ নভেম্বর

নিরাপত্তা বেষ্টনীতে হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা

Examination
২১ অক্টোবর

পরিবেশ সচেতনতা থেকে স্কুলের দিন, কী কী ভাবে সেজে উঠবে এবার পুজোর থিম?

Hatibagan kundu Bari
৭ অক্টোবর

ঢাঁকে কাঠি পড়তে আর হাতে গোনা কয়েকটা দিন। তার আগেই এমসিকেভির এমন সৃষ্টিশীল আয়োজন, মন মাতিয়ে তুলল "যুব"দের। সাক্ষী থাকল পরিদর্শক।

mckv-howrah-admission
৪ অক্টোবর

দক্ষিণবঙ্গে কমলা সর্তকতা, উত্তরবঙ্গে জারি হয়েছে লাল সর্তকতা

Rain taxi kolkata
৩১ আগস্ট

রাখি বন্ধনের দিন ‘জলসা’য় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী

Mamata Amitabh house
২২ আগস্ট

পুরোহিতদেরও মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে

Mamata Banerjee smilee
১৫ আগস্ট

হাওড়ার লিলুয়ার একটি জনপ্রিয় স্কুল এমসিকেভি। সেই স্কুলেই সাড়ম্বরে পালিত হল দেশের ৭৭তম স্বাধীনতা দিবস।

MCKV School Howrah Liluah
৯ আগস্ট

মশার হুল দিয়ে বাঁচতে প্রতিটি ছাত্র-ছাত্রীকে ফুল হাতার স্কুল ইউনিফর্ম পরে স্কুলে আসতে বলা হয়েছে

Dengue
৯ আগস্ট

ইতিমধ্যেই এ বিষয়ে শিক্ষা দফতরের সঙ্গে বৈঠক করে ফেলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ

High school students
৮ আগস্ট

প্রথম ভাষা ও দ্বিতীয় ভাষা হিসাবে বাংলা ও ইংরেজি নিতেই হবে

Junior school student
৩০ জুলাই

শুধু সাংবাদিকতা নয়, অন্য দুটি বিষয়েও হবে নিয়োগ, জানুন শীঘ্রই

Rabindra Bharati University