কীটনাশক খাইয়ে ১৪টি সারমেয়কে (Dog) খুনের অভিযোগে উত্তাল গোপালনগরের নহাটা-নিমতলার ফুলবাড়ি। দোষীদের শাস্তির দাবিতে দফায় দফায় ওই এলাকায় চলছে বিক্ষোভ। শেষে পুলিশের তৎপরতায় সামাল দেওয়া যায় পরিস্থিতি। এলাকাবাসী সূত্রের খবর, বনগাঁর গোপালনগরের ফুলবাড়ি এলাকায় পরপর সাতটি কুকুরকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এছাড়াও পাশের পাড়া থেকেও উদ্ধার হয় আরও সাতটি কুকুরের দেহ।
স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতে একান্ত সরকার নামে এক ব্যক্তি দইয়ের সঙ্গে কীটনাশক মিশিয়ে খাইয়ে দিয়েছে এলাকার কুকুরগুলিকে। আর তার জেরেই এই কান্ড। এছাড়াও একাধিক কুকুর অসুস্থ হয়ে পড়েছে বলে খবর।
জানা গিয়েছে, গোপাল নগর থানায় একান্ত সরকারের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে এসেছিলেন স্থানীয় সমাজকর্মী প্রদীপ সরকার। তাঁর একটাই বক্তব্য, "অবলা পশুকে যারা এভাবে মারল তাদের শাস্তি চাই।" বর্তমানে পুলিশি তদন্তে গোটা ঘটনাটি।
 
  
 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
     
     
     
     
     
     
     
     
     
     
     
    