মঙ্গলবার সন্ধ্যায় জানা গিয়েছিল, সমস্যা মিটে গেছে। সৌগত রায় জানিয়েছিলেন, শুভেন্দু অধিকারী তৃণমূলেই থাকছেন। এদিকে বুধবার দুপুরে স্বয়ং শুভেন্দু সৌগত রায়কে হোয়াটসঅ্যাপে জানিয়ে দিলেন, "এক সঙ্গে কাজ করা মুশকিল"।
গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক হয়েছিল শুভেন্দু অধিকারীর। সন্ধ্যায় সৌগত রায় জানিয়েছিলেন, দলে থেকেই আগামী বিধানসভা নির্বাচনে একসঙ্গে লড়বেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু ঘনিষ্ঠদের অভিযোগ, ৬ ডিসেম্বর সাংবাদিক বৈঠক করে শুভেন্দুবাবুর তরফে এ বিষয়ে জানানোর কথা থাকলেও সৌগত রায় আগেভাগেই সবকিছু সংবাদমাধ্যমে ফাঁস করে দেওয়ায় 'দাদা' ক্ষুব্ধ। জানা গেছে, বৈঠকে গতকাল দু-পক্ষ শুধু নিজের নিজের দাবি-দাওয়া উপস্থিত করেছিলেন। সমস্যার সমাধান তখনও কিছু বেরিয়ে আসেনি। অথচ সব মিটে গিয়েছে বলে যাবতীয় দায় তাঁর ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বলে আজ ১১টায় হোয়াটসঅ্যাপে ক্ষোভ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বলেছেন, একসাথে কাজ করা মুশকিল। ফলে ক্ষণিকের আশার আলো জ্বালিয়ে শুভেন্দু-সমস্যা এখনও সেই তিমিরেই।