জলপাইগুড়ির একটি ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, পেশায় স্কুল শিক্ষক এক যুবকের বাড়ির সামনে বিয়ের প্রস্তাব নিয়ে ধর্নায় বসেছেন বন সহায়ক দপ্তরে কর্মরত এক যুবতী। জানা যাচ্ছে , এই মুহূর্তে জলপাইগুড়ি ধূপগুরি ব্লকের কালিরহাটের বাসিন্দা শুভংকর রায় এই মুহূর্তে শালবারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছেন। আর তার বাড়ির সামনেই বিয়ের প্রস্তাব নিয়ে ধর্নায় বসেছে কাঠুলিয়া এলাকার বাসিন্দা সঙ্গীতা রায়। তিনি এই মুর্হুতে বন সহায়ক পদে কর্মরত। তিনি বলছেন, ' গত ৬ বছর ধরে আমার এর শুভংকরের প্রেম। ও আমাকে সবসময় বলতো ও আমাকে বিয়ে করবে। কিন্তু গত ১ এপ্রিল কেউ একজন এসে আমাকে জানায় ও আমাকে বিয়ে করবে না। তাই আমি আজকে ওর বাড়িতে এসেছি। '
ওই তরুণী আরো দাবি করেছেন, ' আমার বাড়ির লোকেরা অনেকবার সামাজিক মতে বিয়ের প্রস্তাব নিয়ে ওর বাড়িতে এসেছিল। তারা জবাব দিয়েছেন, বিয়ে দেবো, কিন্তু সময় লাগবে। এভাবেই আমার দিনের পর দিন কাটতে থাকে। আর এখন ছেলে বলছে, বিয়ে করবে না। তাহলে এতদিন আমাকে ঘোরালো কেনো? আমার বাড়ির লোকজনকে বিয়ের প্রস্তাব কেনো দিল?'
যদিও এই বিষয়ে শুভংকর কোনো কথা বলতে নারাজ। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি যোগাযোগ করতে চাননি। যদিও ছেলের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন ছেলের বাবা যামিনী রায়। তিনি বলছেন, ' ওদের বাড়ি থেকে আগেও এরকম প্রস্তাব এসেছিল। ছেলে বিয়েতে রাজি ছিল। আমরাও বিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু এখন ছেলে বিয়ে করবেনা বলছে। জানিনা কি হয়েছে। তাই আজকে আমাকে আগে কিছু না জানিয়েই মেয়ে আমার বাড়িতে এসেছে।'