২০১৯ সালে বিজেপির পালে হাওয়া লাগলেও এবারেও কিন্তু বাংলার মসনদে বসছেন মমতা।খানিকটা সেরকমই উঠে আসছে একটি ভোট সমীক্ষায়। এখনো পর্যন্ত রাজ্যবাসীর মধ্যে মুখ্যমন্ত্রী হিসাবে প্রথম পছন্দ সেই মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত ১০ বছরে তৃণমূলের শাসনকালে এই দলের বিরুদ্ধে একাধিক ইস্যু নিয়ে বহু দল আওয়াজ তুলে আসছে। তার মধ্যে সবার আগে আছে বর্তমানে প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসা ভারতীয় জনতা পার্টি। ২০১৯ সালের লোকসভায় তারা জিতেছিলেন ১৮টি আসন। সেই ট্রেন্ডকে সামনে রেখেই তাদের টার্গেট এবারের বিধানসভা নির্বাচনে পালাবদল ঘটানো। তবে, সবশেষে কিন্তু জনতাই আসল জনার্দন। তাই এই জনতার ভাবনার একটা আভাস পেতেই সি - ভোটার সংস্থা আয়োজন করল একটি বিশেষ জনমত সমীক্ষা। আর এই জনমত সমীক্ষার রিপোর্ট থেকে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী হিসেবে মমতার ভূমিকায় বেশ খুশি এই রাজ্যের ভোটাররা।

এই সমীক্ষার ভিত্তিতে আমরা দেখছি, নবান্নের চেয়ারে বসে মমতা যেভাবে রাজ্য চালাচ্ছেন, তাতে ৪৩ শতাংশ মানুষ বেশ খুশি। এবং আংশিক সন্তুষ্ট রয়েছেন ৩২ শতাংশ। অর্থাৎ দুটি সংখ্যা যোগ করলেই দাঁড়াচ্ছে ৭৫ শতাংশ। অন্যদিকে, ২২ শতাংশ মানুষের কাছে মমতা একেবারেই ভালো মুখ্যমন্ত্রী নন। এবং ৩ শতাংশ এই ব্যাপারে কিছু জানেন না। অর্থাৎ বর্তমানে মুখ্যমন্ত্রী হিসাবে মমতার বিকল্প এই ৭৫% দেখতে পাচ্ছেন না। এবং এই রিপোর্ট দেখেই কিছুটা হলেও শঙ্কায় গেরুয়া শিবির। বেশ কিছুদিন ধরে শাসকদলের ভাঙ্গন অব্যাহত। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুনীল মণ্ডল অনেক তৃণমূল নেতা বর্তমানে পদ্মে নাম লিখিয়েছেন। বিজেপি নেতাদের হুশিয়ারি আরো নেতা যোগদান করবেন বিজেপিতে। এই যোগ বিয়োগের অঙ্ক ভোটবক্সের জটিল সমীকরণ সমাধানে কতটা কার্যকরী হয় এখন সেটাই দেখার।