West Bengal Weather Update : গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলেছে। আবহাওয়ার উন্নতি কবে হবে? মূলত এই প্রশ্নই ঘুরছে নিত্যযাত্রীদের মধ্যে।
ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলির নিচু এলাকাগুলিতে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। সেই সঙ্গে কয়েকটি এলাকায় জোরালো হচ্ছে নদীর পাড় ভাঙনের আশঙ্কাও। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত দক্ষিণের সর্বত্র বহাল থাকবে ঝড়-বৃষ্টি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরেও বর্ষণের সম্ভাবনা রয়েছে।
ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মালদহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।