শীতের দাপট মিটতেই মোড় ঘুরছে আবহাওয়ার, বসন্তের মাঝেই বর্ষা। এবার ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) বিভিন্ন রাজ্যের জন্য আবহাওয়ার আপডেট প্রকাশ্যে আনতেও কিছুটা একই ছবি। বৃষ্টির পাশাপাশি ঝড়, শিলাবৃষ্টি, তুষারপাত ও বজ্রপাতের পূর্বাভাস রয়েছে বেশ কিছু রাজ্যে।
রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৬ এবং ২৭ ফেব্রুয়ারি। তবে ২৮ ফেব্রুয়ারি থেকে উত্তর এবং দক্ষিণ- দুই বঙ্গেই শুষ্ক আবহাওয়া থাকবে। বাড়বে তাপমাত্রা।
পাশাপাশি তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা৷ উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি বিপরীত ঘূর্ণাবর্ত। ছত্রিশগড়ের ওপর তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত। একটি পশ্চিমী ঝঞ্ঝা সোমবার ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে।