নতুন বছরে নয়া বদল মিড ডে মিলের (Mid Day Meal) মেনুতে। ছাত্রছাত্রীদের অতিরিক্ত পুষ্টি দিতে মিড ডে মিলের মেনুতে থাকছে চমক। বরাদ্দ হয়েছে ৩৭১ কোটি ৯০ লক্ষ টাকা ৭৮ হাজার ৪০০ টাকা। যদিও হিসেব বলছে, ছাত্রপিছু বেড়েছে মাত্র ২০ টাকা। আর এই টাকা দিয়েই সপ্তাহে ৪ দিন পড়ুয়াদের অতিরিক্ত ডিম-মুরগির মাংস-ফল খাওয়ানোর চিন্তা ভাবনা করেছে সরকার।
বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তরের তরফে রাজ্যের ২৪ জেলার জেলাশাসক, কলকাতা পুরনিগমের যুগ্ম কমিশনার, শিলিগুড়ির মহকুমার মহকুমা শাসক-সহ সমস্ত দপ্তরে বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। জানা গিয়েছে, ২৩ জানুয়ারি থেকে ২৩ এপ্রিল, ১৬ সপ্তাহে চারদিন ডিম-মাংস-ফল খাওয়ানোর পরিকল্পনা করছে স্কুল শিক্ষা দপ্তর।