মাতৃভাষায় শিক্ষাদানে (Education in mother tongue) দেশের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ (West-Bengal)। এমনকি প্রতিবেশী রাজ্য ওড়িশাতে মাত্র ১.২ শতাংশ বাংলাভাষী থাকলেও মোট পড়ুয়াদের ৮০ শতাংশই বাংলা মাধ্যম স্কুলে পড়াশোনা করেন। সম্প্রতি, UDISE (United District Information System For Education) এমনই রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় সরকারকে। এতেই খুশি রব পশ্চিমবঙ্গে।
খবর, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের দ্বারা দেশজুড়ে প্রি-প্রাইমারী থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত স্বীকৃত ও অনুমোদিত বিদ্যালয়গুলির উপর UDISE-এর একটি সমীক্ষা চালানো হয়। যাতে দেখা যায়, রাজ্যের ৮৯.৯ শতাংশ পড়ুয়াই ভর্তি হন বাংলা মাধ্যম স্কুলে। সমীক্ষায় দেখা গিয়েছে, দক্ষিণ ভারতে মাতৃভাষায় শিক্ষাদানে শীর্ষে রয়েছে কর্ণাটক। সেখানে ৫৩.৫ শতাংশ পড়ুয়াই কন্নড় ভাষায় পঠনপাঠন বেছে নিয়েছেন। মাত্র ২০ শতাংশ পড়ুয়া ইংরেজি মাধ্যমে পড়াশোনা করছেন। যদিও দক্ষিণের রাজ্যগুলিতে ক্রমশ ইংরেজি মাধ্যমে পড়াশোনার প্রবণতা বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে সমীক্ষায়।