দুর্গাপুজো নিয়ে নির্দেশিকা দেওয়া হলো রাজ্য প্রশাসনের তরফে। এই নির্দেশিকাগুলি মেনে পুজো করতে বাধ্য থাকবে পুজো কমিটিগুলো। দেখে নিন এক ঝলকে-
- খোলা জায়গায় পুজোর আয়োজন করতে হবে। জায়গা বদ্ধ হলে খোলা রাখতে হবে মণ্ডপের ছাদ।
- শরণার্থীরা মাস্ক পড়তে বাধ্য। প্রয়োজনে মাস্ক সাপ্লাই দিতে হবে পুজো কমিটি গুলোকেই। নির্দিষ্ট সময় ব্যবধানে স্যানিটাইজ করতে হবে মণ্ডপ।
- ভিড় নিয়ন্ত্রণ করতে স্বেচ্ছাসেবী উপস্থিত থাকতেই হবে। পুজোর যাবতীয় আচার অনুষ্ঠান সামাজিক দূরত্ব মেনে করতে হবে। এমনকি অঞ্জলি দেওয়ার ফুল বেলপাতা সঙ্গে নিয়ে যেতে হবে শরণার্থীকেই।
- কোনরকম সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যাবেনা।
- মণ্ডপ থেকে করোনা সম্পর্কিত প্রচার চালাতে হবে।
- উদ্বোধন কিংবা বিসর্জন অনুষ্ঠানে ভিড় করা চলবেনা। বিসর্জনের আগে থানার অনুমতি নিতে হবে।
- সেরা পুজো বাছার জন্য উদ্যোক্তারা সময় পাবেন সকাল ১০টা থেকে বিকাল ৩টে পর্যন্ত। সেক্ষেত্রেও ২টির বেশি গাড়ি নিয়ে যাওয়া যাবে না।
- পুজোর অনুমতি পাওয়া যাবে অনলাইন আবেদনে।
- তৃতীয়া থেকে প্রতিমা দর্শনের জন্য খুলে দিতে হবে মণ্ডপ।
- এইবছর বন্ধ প্রতিমা নিয়ে রেড রোডের কার্নিভাল।
- পুজো আয়োজনে দমকল এবং পুরসভাকে কর দিতে হবে না। উল্টে ৫০০০০ টাকা সরকারি অনুদান পাবে কমিটিগুলো।