রাজ্যে হু হু করে করোনা সংক্রমণ। যার ফলে স্বাভাবিকভাবেই বাড়ছে উদ্বেগ। এবার রাজ্যের পজিটিভিটি রেট বেড়ে দাঁড়াল ১২.৭৪ শতাংশ।রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট আক্রান্ত হয়েছেন ১৪২৪ জন। মৃত্যু হয়েছে দু'জনের। কলকাতায় আক্রান্তের সংখ্যা ৫৮৯ । উত্তর ২৪ পরগনায় ৩৮৮ জনের শরীরে খোঁজ মিলেছে করোনা ভাইরাসের। এরপরই যথাক্রমে তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি ও হাওড়া জেলা। গতকাল করোনার বাড়বাড়ন্ত নিয়ে সাবধান করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারংবার বলেছেন, মাস্ক পরতে। ব্যবহার করতে স্যানিটাইজার।
গতকাল বর্ধমানের জনসভায় করোনা নিয়ে মানুষকে সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্যে করোনা সংক্রমণ আবার বাড়ছে। আপনারা সতর্ক থাকুন। আগে যেমনভাবে মাস্ক ব্যবহার করতেন এখন আবার মাস্ক ব্যবহার করুন, স্যানিটাইজার ব্যবহার করুন।"