চলতি সপ্তাহে বৃষ্টির মুখ দেখা গেলেও, তার আগে খেলা দেখিয়েছিল তীব্র দাবদাহ। ৪৩ ডিগ্রিও পার হয়েছিল তাপমাত্রা। এই সুযোগেই রাজ্যে বিক্রি হয়েছে রেকর্ড সংখ্যক বিয়ার (Beer)। যার থেকে বিপুল আয় করেছে রাজ্যের আবগারি দপ্তর। সূত্রের খবর, চাহিদা এতটাই বেশি যে বিয়ার জোগান দিতে হিমশিম খেতে হয়েছে বিয়ার প্রস্তুতকারক সংস্থাগুলিকে।
জানা যাচ্ছে, এপ্রিল মাসে রাজ্যে প্রায় ২৫ লক্ষ কেস বিয়ার বিক্রি হয়েছে। যা সর্বকালীন রেকর্ড। যার দরুণ প্রায় ৪০০ কোটি টাকা আয় করেছে আবগারি দপ্তর।
উল্লেখযোগ্যভাবে বেড়েছে বিদেশী মদের বিক্রি। গতবারে তুলনায় ১০ শতাংশ বেশি বিক্রি হয়েছে বিদেশী মদ। সূত্রের খবর, ১৭ এপ্রিল থেকে ২২শে এপ্রিল পর্যন্ত বিয়ারের চাহিদা সর্বকালীন রেকর্ড গড়েছিল।