ডিসেম্বরের মাঝামাঝি চলে এলেও অন্যান্য বছরের মতো এখনও তেমন তাপমাত্রার পারদ নামেনি। ঘনঘন নিম্নচাপের চোখরাঙানির জেরে বঙ্গে এবছর শীত আসতে দেরি করছে। তবে গত দিন দুয়েক সকালবেলা উত্তরের বাতাস জানান দিচ্ছে বঙ্গে শীত আসন্ন। কেবল বাংলা নয়, উত্তর ও উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে জাঁকিয়ে শীত পড়তে চলেছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, হয়তো সোমবারই হবে মরশুমের শীতলতম দিন। আবহাওয়ার পূর্বাভাস জানান দিচ্ছে অবশেষে সেই কাঙ্ক্ষিত শীতকাল আসতে চলেছে।
গত দিন দুয়েক কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় রোদ ঝলমলে আবহাওয়া ছিল। সোমবারও সেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কথা বলা হয়েছে। কয়েকটি জায়গায় কুয়াশার প্রকোপ থাকলেও সকাল থেকেই রোদ্দুর থাকবে বাংলায়। আর সূর্য নামলেই তরতর করে নামবে তাপমাত্রার পারদ। সেই সঙ্গে উত্তরের কনকনে ঠান্ডা বাতাসের প্রকোপ তো থাকবেই। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। এই সর্বনিম্ন তাপমাত্রাই হতে পারে এ মরশুমের প্রথম রেকর্ড।
কেবল পশ্চিমবঙ্গ নয়, উত্তর ও উত্তর-পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে জাঁকিয়ে শীতের ইনিংস শুরু হয়েছে। দিল্লি, উত্তরপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্যের শীতের প্রকোপ জোরাল। রাজধানী দিল্লিতে ঠান্ডার পাশাপাশি কুয়াশার দাপট তো আছেই। এদিকে ভূস্বর্গ কাশ্মীরের বিভিন্ন স্থানের তাপমাত্রা শূন্যর নীচে। চলছে তুষারপাত, সঙ্গে হাড় কাঁপানো ঠান্ডা তো আছেই। উত্তরপ্রদেশ, দিল্লিতে ঠান্ডার পারদ যথেষ্ট নেমেছে।
অন্যান্য বছরের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে এল শীত। বিশেষজ্ঞ একাংশের মত, ঘনঘন নিম্নচাপের জেরে এবছর শীত এল দেরীতে। বঙ্গোপসাগরে ঘনঘন তৈরি হওয়া নিম্নচাপের জেরে উত্তরের বাতাস আসার পথে বাধা তৈরি হয়েছে। তবে আগামী দিন কয়েক তরতর করে নামবে তাপমাত্রার পারদ। আর আজ এ মরশুমের প্রথম শীতলতম দিনের রেকর্ড তৈরি হতে পারে।