২০২১ এর বিধানসভা বোটের আগে এবার চাঁচাছোলা ভাষায় ফ্রন্টফুটে খেললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বাঁকুড়ার শুনুকপাহাড়ি অঞ্চলের একটি সভা থেকে তিনি ঘোষণা করেন, বিজেপির যদি হিম্মত থাকে, তাঁকে যেন গ্রেপ্তার করে। তিনি জেল থেকেই বাংলাকে ভোটে জেতাবেন।
আরও একধাপ এগিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজনীতিতে তিন প্রকার মানুষ দেখতে পাওয়া যায় - লোভী, ভোগী এবং ত্যাগী। রাজ্যে সিপিএম সবচেয়ে বড় লোভী, বিজেপি ভোগী, কিন্তু তৃণমূল দল করতে গেলে ত্যাগী হতে হয় এবং মানুষের পাশে দাঁড়াতে হয়।
তাঁর কথায়, যারা সিপিএম আমলে সিপিএম-এর হার্মাদ হিসেবে সন্ত্রাস চালাতেন, তাঁরাই এখন বিজেপির রং নিয়ে সন্ত্রাস চালাচ্ছেন। ভোট এলেই বিজেপি ভয় দেখিয়ে তৃণমূলে ভাঙন ধরানোর চেষ্টা করে। এদিন ভোটের আগে টাকা দিয়ে বিধায়ক ও দলীয় কর্মীদের হাত করার অভিযোগও তিনি করেন বিজেপির বিরুদ্ধে। নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লক্ষ কোটি টাকার প্রলোভন দেখিয়ে বিরোধী দলগুলির সদস্যদের নিজেদের দলে নিয়ে যাচ্ছে বিজেপি।
২০২১ এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের লড়াই যে বিজেপি এবং বাম দু-পক্ষের বিরুদ্ধেই, তা আরও একবার এই জনসভায় মুখ্যমন্ত্রীর আক্রমণাত্মক বডি ল্যাঙ্গোয়েজ থেকে প্রমাণিত হল। এখন, তাঁর এই ভাষণে দলীয় কর্মীদের মনোবল কতটা বাড়ে, সেটাই দেখার