বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর সাথে খুব একটা সুসম্পর্ক নেই বীরভূমে তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। বেশ কয়েকদিন আগে অনুব্রত মণ্ডল বেনজিরভাবে বিশ্বভারতীর উপাচার্যকে কটাক্ষ করেছেন। গত ২৩ মার্চ বোলপুর গীতাঞ্জলি বসন্ত উৎসব এবং পৌষ মেলা বন্ধ করার বিরুদ্ধে একটি গন কনভেনশন থেকে অনুব্রত মণ্ডল বিশ্বভারতীর উপাচার্যকে কটাক্ষ করে বলেছিলেন, "বিশ্বভারতীতে এমন একটা উপচার্য এসেছে যে ভয়ঙ্কর পাগল লোক। ওরকম পাগল লোক দেখা যায় না। এত বাজে উপাচার্য এরআগে আমি কখনও দেখিনি। হাইকোর্ট রায় দিয়েছে যে সব গেট খুলে রাখতে হবে সকাল ৬ টা থেকে রাত ৮ টা। আর পাগলটা সব গেট বন্ধ করে বসে আছে।" এছাড়াও তিনি উপাচার্যকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, "নির্বাচন মিটে গেলে যে শিক্ষা আমরা দেব তা তুমি সারাজীবন মনে রাখবে।"
এরপরেই বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী হুমকির কথা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছে যাতে নির্বাচনের পরে সে কেন্দ্রীয় নিরাপত্তা পায়। তিনি গত ২৪ মার্চ প্রধানমন্ত্রীর দপ্তরে একটি চিঠি পাঠিয়ে বলেছেন, "অনুব্রত মণ্ডল লাগাতার আমাকে হুমকি দিচ্ছে। এই কারণে আমি নিজের এবং আমার পরিবারের সদস্যদের জন্য কেন্দ্রীয় নিরাপত্তার আবেদন করছি।" প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে বিদ্যুৎ চক্রবর্তী রাজ্যের তরফে একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী পান।