বনগাঁর গোপালনগর এলাকায় আজ দলের এক প্রশাসনিক বৈঠকে কেন্দ্রীয় সরকারকে বিভিন্ন নয়া কৃষি আইন থেকে নাগরিকত্ব আইন - একের পর এক ইস্যুতে বিঁধলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সভা থেকে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারের সর্বনাশা কৃষি বিলের ফলে সর্বস্বান্ত হবেন দেশের কৃষকরা। সেই কারণেই সবাই একজোটে লড়ছেন এর বিরুদ্ধে। কার্যত হুঁশিয়ারির সুরে তিনি বলেন "কেন্দ্রকে বলছি, এই আইন প্রত্যাহার করুন"।
অন্যদিকে দেশে নাগরিকত্ব আইন, এনআরসি - সিএএ প্রসঙ্গে তিনি বলেন, এ রাজ্যে বসবাসকারী সবাই এই রাজ্যের, সর্বোপরি এই দেশের নাগরিক। তাই বাংলায় তিনি এনআরসি করতে দেবেন না। মুখ্যমন্ত্রী যোগ করেন, মতুয়ারা সবাই ভারতের নাগরিক, তাই তাঁদের নতুন করে নাগরিকত্ব প্রমাণের দরকার নেই।
সভার মাঝখানে দর্শকাসনে থাকা অল্পসংখ্যক মানুষের জন্য মুখ্যমন্ত্রীর বক্তব্য মাঝপথে বাধাপ্রাপ্ত হয়। তবু, সভা মঞ্চ থেকে রাজ্যের দুয়ারে সরকার প্রকল্প, স্বাস্থ্যসাথী কার্ড প্রভৃতি জনহিতকর কাজের উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। সঙ্গে জানান, রাজ্যে হরিচাঁদ-গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হয়ে গিয়েছে। হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে সরকারি ছুটি দেওয়ার পরিকল্পনাও হচ্ছে।
প্রসঙ্গত, আজই শহরে এসছেন, বিজেপির হেভিওয়েট নেতা জে পি নাড্ডা যাকে ঘিরে কলকাতা শহরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিক্ষোভ। তাঁকে কালো পতাকা দেখানোর পাশাপাশি চলছে 'গো ব্যাক' স্লোগানও।