সমস্ত প্রতীক্ষার অবসান করে আজ ১৬জানুয়ারি ঐতিহাসিক দিন ছিল প্রতিটি ভারতীয়দের জন্য। কারণ আজকের দিনেই ভারতে প্রথম স্বদেশী করোনা ভ্যাকসিনের টিকাকরণ শুরু হয়েছে সকাল থেকে। তবে তা সকলের জন্য নয়, শুধুমাত্র দেশের ৩কোটি করোনা যোদ্ধা, সাফাই কর্মী, স্বাস্থ্য কর্মী, পুলিশ কর্মীদের প্রথম টিকা দেওয়া হবে।
কোনো সাধারণ মানুষ হোক বা নেতা, মন্ত্রী বা সমাজের প্রভাবশালী ব্যক্তি কাউকেই এই টিকা এই মুহূর্তে দেওয়া হবে না বলেই বারংবার জানিয়েছিলেন প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী দু'জনেই। কিন্তু সেই নির্দেশ উড়িয়ে দিয়ে প্রথম দিনেই করোনা ভাইরাস টিকা নিলেন কমপক্ষে দু'জন তৃণমূল কংগ্রেস বিধায়ক। টিকা পেলেন এক প্রাক্তন বিধায়কও। প্রত্যেকের ক্ষেত্রেই এক সাফাই - রোগী কল্যাণ সমিতির সদস্য তাঁরা। তবে কল্যাণ সমিতির সদস্যরা কী করোনার প্রথম সারির যোদ্ধা? উঠেছে প্রশ্ন।
স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ এবং বিরোধী দলে শুরু হয়ে যায় তর্ক। প্রশ্ন উঠছে, কেন্দ্র ও রাজ্যের তরফে স্পষ্ট নির্দেশ আছে যে প্রথম দফায় শুধুমাত্র প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকা প্রদান করা যাবে, তারপরও কোন যুক্তিতে টিকা পেলেন তৃণমূলের বিধায়ক?
এ বিষয়ে আলিপুরদুয়ার জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুমন কাঞ্জিলাল প্রতিবাদ ব্যক্ত করে জানিয়েছেন, “কেন্দ্রীয় স্বাস্থ্যবিধির নিয়ম ভেঙে বিধায়ককে প্রথমে টিকা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এটা মানা যায় না।”