ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে প্রতি মুহূর্তে চাপ বাড়াচ্ছে বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পুরুলিয়ার ঝালদার সভা থেকে তৃণমূল সরকারকে একহাত নিলেন। কয়লা পাচার থেকে গরু পাচার, তোলাবাজি সব নিয়েই তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।
বললেন, “অপরাধীদের পার্টিতে ভদ্রলোক থাকতে পারেন না। সবাই বেরিয়ে আসছেন তাই। খারাপ লোকেরাই পড়ে আছে। মে মাসের পর দিদির সার্কাস পার্টি উঠে যাবে। করোনা ভাইরাসের মতো তৃণমূল ভাইরাসও মরে যাবে। আগামী মে মাসের পর জোড়াফুল দেখা যাবে না আর। আর এখন সংখ্যালঘুরাও তো আমাদের সাথে আসছে।”
পুরুলিয়া ধীরে ধীরে তৃণমূলের হাতছাড়া হচ্ছে। আর সেই ঘাঁটি পোক্ত করতেই মরিয়া বিজেপি। তাই এখন পরপর সেখানে বিজেপির সমাবেশ হওয়ার সম্ভাবনা। দিলীপ ঘোষের সমাবেশ যেন সেটারই শুরু।