এবারের পুরভোটে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হলো সম্পূর্ণ প্রার্থী তালিকা। এই তালিকায় নাম রয়েছে ফিরহাদ হাকিম, অতীন ঘোষ এবং মালা রায়ের। যদিও তৃণমূলের একপদ নীতি অনুযায়ী এই তিনজনের নাম থাকার কথা ছিল না প্রার্থী তালিকায় কিন্তু তালিকা প্রকাশিত হওয়ার পর বিষয়টি সবার নজরে এসেছে। তবে এবারে তৃণমূলের প্রার্থী তালিকায় সবথেকে বড় বিষয়টি হলো পুরুষ এবং মহিলার ভারসাম্য। ১৪৪ জন প্রার্থীর মধ্যে ৬৪ জন রয়েছেন মহিলা প্রার্থী। তৃণমূল মুখপাত্র সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন, 'এবারে প্রার্থী তালিকায় সমস্ত শ্রেণীর মানুষদের জন্য আলাদা আলাদা করে জায়গা রয়েছে। মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকলেও বর্তমানে আমরা ৪৫ শতাংশ আসলে মহিলাদের প্রার্থী করেছি। পুরুষ প্রার্থীরা রয়েছেন ৫৫ শতাংশ আসনে।'
তার পাশাপাশি তৃণমূলের প্রার্থী তালিকায় উল্লেখযোগ্য বিষয়টি হলো এইবারে সংখ্যালঘু শ্রেণি এবং খ্রিস্টান সমপ্রদায়ের থেকেও কিন্তু প্রার্থী করা হয়েছে। আগের পুরবোর্ডে ১২৬ জনের মধ্যে ৮৭ জনকে পুনরায় প্রার্থী করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। তবে বাকিদের ব্যাপারেও চিন্তা করবে দল। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বললেন, 'যাদেরকে প্রার্থী করা হয়নি তাদের ব্যাপারে অন্য সিদ্ধান্ত নিতে চলেছে দল। তাদের অন্য কাজে লাগানো যেতে পারে।' কালীঘাটে দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়ের বাড়িতে দীর্ঘ বৈঠক করার পরেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে তৃণমূল পরিষদীয় দল।
তবে উল্লেখযোগ্য বিষয়টি হলো এইবারে প্রার্থী তালিকায় পুনরায় ফিরহাদ হাকিম এর নাম থাকলেও তৃণমূলে রাজ্যসভার সাংসদ শান্তনু সেন এর নাম এই তালিকায় নেই। তবে শান্তনু সেন এই বিষয়টি নিয়ে খুব একটা ব্যথিত নন। বরং উল্টে তৃণমূল কংগ্রেসের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা গেল তার মুখে। শান্তনু সেন বললেন, 'এটাই তো তৃণমূল কংগ্রেস এর বৈশিষ্ট্য, এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় এর বৈশিষ্ট্য। উনি যেভাবে একটা নতুন প্রজন্ম তৈরি করেছেন, যেভাবে সকলকে জায়গা করে দিচ্ছেন, যেভাবে মহিলা এবং সংখ্যালঘুদের ব্যাপারে ভাবতে শুরু করেছেন, সেটাই তৃণমূল কংগ্রেসকে একটা আলাদা দলে পরিণত করে। সকলের কাছে সেটা একটা দৃষ্টান্ত হয়ে থাকা উচিত। বিশ্বাস করুন আমার এক ইঞ্চিও খারাপ লাগছে না। বরং আমি দলের হয়ে আরো ভালো করে কাজ করতে পারব এবার থেকে।'