আর কয়েক ঘণ্টা পরেই দ্বিতীয় দফার নির্বাচন। যার প্রচার কার্য গতকাল শেষ হয়েছে। তবে সব রাজনৈতিক বসে নেই। গত পাঁচ দিন ভোটের কেন্দ্রবিন্দু নন্দীগ্রাম ছেড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ সিঙ্গুরের সভায় দেখা যাবে। অন্যদিকে বিজেপি সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডাও কয়েকটি সভা করবেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায় হুগলির গোঘাট বিধানসভার কামারপুকুরে সভা করবেন। তারপর সিঙ্গুরের রতনপুরে নির্বাচনী সভা রয়েছে। উল্লেখ্য, গতকাল নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী সিঙ্গুর প্রসঙ্গে নানা কথা বলেছেন। আজ সিঙ্গুরের সভায় আবার কী বলেন সে বিষয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের নজর থাকবে। সবশেষে হাওড়ার পাঁচলাতে রাজনৈতিক সভায় অংশ নেবেন বলে সূত্রের খবর।
এদিকে বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডা হুগলির ধনেখালিতে সকাল সাড়ে ১১ টা নাগাদ সভা করবেন। এরপর দুপুর ১ টা নাগাদ আরামবাগ মহকুমার পরশুড়ায় রোড শো করবেন বলে সূত্রের খবর। আজ বিকেলে বেলুড় মঠ পরিদর্শন করে হাওড়ার শিবপুরে বিশেষ নির্বাচনী সভায় অংশ নেবেন। প্রসঙ্গত, রাজ্যের বিধানসভা নির্বাচনে বারবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের এ রাজ্যে দেখা গেছে, এ তার ব্যতিক্রম নয়।