রাজ্য সরকারের সাথে এপর্যন্ত নানান রাজনৈতিক সংঘাতে মুখোমুখি হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কখনও কড়া চিঠিতে হুঁশিয়ারি, কখনো ট্যুইটযুদ্ধে দ্বন্দ্বে জড়িয়েছে রাজ্য-রাজ্যপাল। আর এবার সরাসরি রাজ্যপালের অপসারণের দাবিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে স্মারকলিপি প্রদান করল বাংলার শাসকদল।
ক্রমাগত সাংবিধানিক সীমারেখা লঙ্ঘন করছেন তিঁনি, এই অভিযোগে ৬ পাতার স্মারকলিপি দেন তারা। রাজ্য সরকারের সাথে সহযোগিতা না করা, ট্যুইটে রাজ্যের মন্ত্রীসভার সমালোচনা এমনকি সুপ্রিম কোর্টের নির্দেশও অমান্য করেন তিনি, এমনটাই অভিযোগ তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়ের। প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে বলা থেকে পুলিশকে হুমকি ও বিধানসভা স্পিকারের সমালোচনা করা অসাংবিধানিক যা উল্লেখ করে নালিশ জানায় তৃণমূল। তাই রাষ্ট্রপতির কাছে সংবিধানের ১৫৬(১) ধারায় তাঁর সম্মতি প্রত্যাহার করার অনুরোধ করেছে রাজ্য সরকার যা রাষ্ট্রপতিভবনে গৃহীতও হয়েছে।