শুভেন্দু অধিকারী মন্ত্রীত্ব ছেড়েছেন তিনদিন হতে চলল। এদিকে ডায়মন্ড হারবারের নির্বাচনী জনসভা থেকে শুভেন্দু কে তোপ দাগলেন অভিষেক বন্দোপাধ্যায়। তিনি বললেন "প্যারাশুটে নামলে ৩৫ পদের অধিকারী হতাম''।
প্রসঙ্গত, নন্দীগ্রামের একটি বিজয়া সম্মেলনীতে শুভেন্দু বলেছিলেন, "আমি প্যারাশুটে নামিনি, লিফটেও উঠিনি। সিঁড়ি ভাঙতে ভাঙতে উঠেছি"। বলা বাহুল্য, শুভেন্দুর সেই কথার জবাব দিতেই অভিষেক এক হাত নিলেন শুভেন্দুকে। অভিষেক আরও বলেন যে, লিফটে উঠলে কেউ একটা বিধানসভার সদস্য হয়ে থাকতেন না। কেউ কেউ অনেক কিছু বলে। আমাদের দেশ গণতান্ত্রিক। বলতেই পারেন, "আমি প্যারাশুটে নামলে ৩৫টা পদের অধিকারী হতাম। প্যারাশুটে নামলে দক্ষিণ কলকাতায় লড়তাম। ২০১৪ সালে প্রার্থী হয়েছি এই ডায়মন্ডহারবারের।"