রাজ্য রাজনীতি এক প্রশ্নটাই আটকে। শুভেন্দু কার? তৃণমূলের নাকি বিজেপির? আর এই সাসপেন্সকে আরও প্রসারিত করছেন শুভেন্দু। দিনের পর দিন দলের নামে- দলের জন্য কোনো সভা করেননি। এমনকি নিজের আয়োজনে করা ‘অরাজনৈতিক সভা’-তেও একবারের জন্যও দলের কথা তোলেননি রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এর মাঝেই বিজেপি থেকে বারবার তাদের সাথে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে শুভেন্দু অধিকারীকে।
এতোকিছুর মধ্যে শনিবার রামনগরে কালীপুজোর উদ্বোধন করতে গিয়ে শুভেন্দু বললেন, “১৯ তারিখ রামনগর আরএস ময়দানে আমার একটা মেগা শো আছে। অনেক আমানতকারীদের নিয়ে সমবায় সপ্তাহ নিয়ে অনুষ্ঠান। ওইদিন অনেক কথা বলার আছে। অনেক সময় নিয়ে বলবো।” এই কথায় যেন বিজেপির দিকে ঝোঁকার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আর এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, “আমি তো কিছু জানি না। তবে সবাই বলছেন তো যে উনি বিজেপিতে যোগ দেবেন।” তাহলে? আপাতত ১৯ তারিখের অপেক্ষা।