বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে তৃণমূল বিজেপি দ্বন্দ্ব। আর এই দ্বন্দ্বের মাঝে পরে মাঝে মাঝেই দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি লেগে যাচ্ছে। তবে এদের অনুব্রত গড় বীরভূমে আক্রান্ত হলেন তৃণমূল পঞ্চায়েত প্রধান। অভিযোগ উঠেছে, এলাকার বিজেপি কর্মীরা তাকে মারধর করে ও পাশাপাশি তার বাইক ভাঙচুর করে। শাসকদলের পক্ষে জানানো হয়েছে যে ওই ব্যক্তি কিছু বিজেপি কর্মীকে তার সামনে তৃণমূলের পতাকা ছিঁড়তে দেখে। তা দেখে তিনি প্রতিবাদ করলে তাকে মারধর করে তার মাথা ফাটিয়ে দেয়। তারপর দীর্ঘক্ষন মারধরের পর তাকে আটকে রাখা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনা নিয়ে এলাকায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে।
যদিও বিরোধীপক্ষ বিজেপি অভিযোগ নস্যাৎ করে দিয়েছে। তারা জানিয়েছে, "ঘাসফুল শিবিরের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। আসলে তপনবাবু গ্রামে ঢুকে সবাইকে হুমকি দিচ্ছিল যাতে না কেউ ওই গ্রামে বিজেপি করে। এমনকি গ্রামের মহিলাদের সাথে অশালীন আচরণ করেছিলেন তিনি। তাই স্থানীয়রা ক্ষেপে গিয়ে তার বাইক ভাঙচুর করে। এই ঘটনায় বিজেপির কোনো হাত নেই।"