আবার আলোচনায় অনুব্রত মণ্ডল। সভামঞ্চে আবার অপ্রত্যাশিত মন্তব্য করলেন তিনি। শুক্রবার রামপুরহাটে কর্মীসভায় যোগ দেন অনুব্রত। স্থানীয় নেতা কর্মীদের সাথে সরাসরি প্রশ্নোত্তরেও যোগ দেন তিনি।
বিধানসভা ভোটের আগে কোন এলাকায় কি অসুবিধা সেগুলোই বুঝে নিতে চাইছিলেন তিনি। স্থানীয় নেতারা বলছিলেনও তাঁদের অভাব অভিযোগ। একজন দাবী করেন প্রশাসনের টালবাহানায় উন্নয়ন হয়নি তাঁদের এলাকায়। অনুব্রত এর কারণ খুঁজতে গিয়ে পাশে বসে থাকা মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়কে "অপদার্থ" বলে ভর্ৎসনা করেন। জানতে চান কেনো একই লোককে অঞ্চল সভাপতি ও প্রধান করা হয়েছে। এই হঠাৎ ভৎসনায় মন্ত্রী অপ্রস্তুত হলেও দলের নেতা কর্মীরা হাততালিতে ফেটে পড়েন।