২৩ শে ডিসেম্বর থেকে পরপর তিনদিন উত্তরবঙ্গের খড়িবাড়ির এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল রানিগঞ্জের যুব তৃণমূল প্রাক্তন সভাপতি উজ্জ্বল সরকারের বিরুদ্ধে। অভিযুক্তের তীব্র নিন্দা জানিয়ে কঠোর শাস্তি চেয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় বিজেপি নেতৃবৃন্দ। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং ওই নাবালিকা বর্তমানে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
খড়িবাড়ির বুড়োগঞ্জের সুকারোজোত অঞ্চলের বাসিন্দা ওই দশ বছরের আদিবাসী নাবালিকাকে এমন বর্বরোচিত শারীরিক নির্যাতনের ঘটনা স্থানীয় পঞ্চায়েত স্তরে জানানো হলে তৃণমূলের বিদায়ী পঞ্চায়েত সদস্য সঞ্জয় সিং ও এলাকার অন্যান্য নেতারা কোনোরূপ সহযোগিতার বদলে বিষয়টি এড়িয়ে যান এবং চিকিৎসার ব্যবস্থাটুকুও না করে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেন। অন্যদিকে স্থানীয় বিজেপি মহলে খবর চাউর হতেই শিলিগুড়ির সাংগঠনিক বিজেপি যুব মোর্চার সভাপতি কাঞ্চন দেবনাথ ও অন্যান্য বিজেপি নেতারা ওই নাবালিকার বাড়ি যান, পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ও কঠোর থেকে কঠোরতর শাস্তি দাবি করেছেন অভিযুক্তের।