কয়লা পাচারকান্ডে বারংবার ইডির তলবে সাড়া দিতে হচ্ছে অভিষেক বন্দোপাধ্যায়কে। এবার ফের সস্ত্রীক দিল্লি উড়ে গেলেন তিনি। আগামীকাল ইডির দপ্তরে হাজিরা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি। আজ সকালে দিল্লির উদ্দেশ্যে উড়ান দেওয়ার আগে বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বললেন, "বাংলায় হেরে বদলা নিচ্ছে বিজেপি। সুপ্রিম কোর্টে যাব।" কিছুদিন আগেই চোখে অস্ত্রোপচার হয়েছে অভিষেকের। তৎসত্ত্বেও তাঁকে এভাবে তলব করা যথেষ্ট অমানুষিক। অভিমানের সুর অভিষেকের কন্ঠে। বললেন, "চিকিৎসক বিশ্রাম নিতে বললেও আমি যাচ্ছি আজ।"
বারংবার দিল্লি যাওয়া যথেষ্ট অসুবিধাজনক। দুবছরের সন্তানকে ফেলে সস্ত্রীক ইডির তলবে সাড়া দিতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে তাদের। যাতে কলকাতার দপ্তরে অভিষেককে ডাকা হয় আগামীতে এই আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। রায় ঘোষণার পরই ফের সাংসদকে নোটিস পাঠায় ইডি। এই প্রসঙ্গে অভিষেক বলেন, "গত ৪ মাস ধরে আদালতে শুনানি ছিল আমার। ১০ তারিখ ৫ রাজ্যের ভোটের ফলাফল প্রকাশিত হয়েছে। বিচারবিভাগের উপর ভরসা রেখেই বলছি, ১১ তারিখ আদালতে আমার আর্জি খারিজ হয়ে যায়। এ নিয়ে আমি সুপ্রিম কোর্টে যাব।"
বিজেপি বাংলায় হেরে গিয়ে এহেন কুটনৈতিক চাল চালছে। এমনটাই মত অভিষেকের। তাঁর কথায়, "বাংলায় হেরে গায়ে জ্বালা ধরেছে বিজেপির। তাই বারবার ডেকে পাঠানো হচ্ছে। অথচ যাদের টাকা নিতে দেখা গিয়েছে, যাদের নামে অভিযোগ রয়েছে, তাদের ডাকা হচ্ছে না। এই জন্যই ইডির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে।" অভিষেকের সংযোজন, "লড়াই চলবে। শেষ দেখে ছাড়ব। আমি মাথা নত করব না।" অভিষেককে ফের তলব ঘিরে মমতার কটাক্ষ, "এবার বোধহয় অভিষেকের দু’ বছরের বাচ্চাকেও ডাকবে।"