অবশেষে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৯ নভেম্বর রবিবার সাতগাছিয়ার সভা থেকে বিজেপি নেতাদের “ভাইপো” বলে করা নিয়মিত কটাক্ষের উত্তর দিলেন। বললেন, “বিজেপি নেতাদের বুকের পাটা নেই আমার নাম করে কিছু বলার। মুকুল রায় বলেছিলেন একবার— ওঁকে আদালতের লড়াইয়ে গোহারা হারিয়েছি। তাই এখন ভাববাচ্যে ‘ভাইপো-ভাইপো’ করতে রয়েছে। নাম নিয়ে কিছু বলতে পারছে না। আমি নাম নিয়ে বলছি, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গুণ্ডা-মাফিয়া। অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়রা বহিরাগত। আমার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিয়ে দেখান।”
একইসাথে নাম না করেই শুভেন্দু অধিকারীর প্যারাশুট-লিফট প্রসঙ্গেরও উত্তর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, “তৃণমূল মা মাটি মানুষের দল। এখানে কারো লিফট কিংবা প্যারাশুট লাগে না। লিফটে উঠলে প্যারাশুটে নামলে আমিও ৩৫টি পদে থাকতাম।”
কথায় কথায় দল বিষয়ে আবেগও উঠে এলো অভিষেকের গলায়। বললেন, “দল আমাদের মায়ের মতো। মমতা বন্দ্যোপাধ্যায় সেই মা। মায়ের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করলে আমরা তাকে ছেড়ে কথা বলবো না।” যখন শুভেন্দু প্রসঙ্গে দলের মধ্যে এবং দলের বাইরে এতো গুঞ্জন তখন সামনের সারিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলা কথাগুলো যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।