এবার শাসকদলের রোষের মুখে পড়ে বহিস্কৃত হলেন বালির তৃণমূল বিধায়ক বৈশালী ডালমিয়া। শাসকদলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এবং বিরোধী কার্যকলাপের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। প্রকাশ্যে দলের বিরুদ্ধে একাধিকবার গলায় সুর তোলায় তাকে বহিষ্কার করা হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিওবা দলের তরফ থেকে কোনো স্পষ্ট কারণ এখনও জানানো হয়নি। আসলে বেশ কিছুদিন ধরেই তৃণমূলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে মন্তব্য করছিলেন বৈশালী ডালমিয়া। এমনকি দল বিরোধী কাজ কর্মের সাথে যুক্ত মানুষের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার। বারবার সতর্ক করার পরেও আচরণ বদলায়নি সে। তাই হয়তো বৈশালীকে বহিষ্কার করার মাধ্যমে তৃণমূল বেসুরোদের প্রতি কড়া বার্তা দিল শাসকদল।
অন্যদিকে দল থেকে বহিষ্কৃত হওয়ার পর এক ফোঁটা আফসোস করেন নি বৈশালী ডালমিয়া। তিনি বরং বলেছেন, "আমি খুব খুশি হলাম। কংগ্রেস থেকে আসা লোকদের কথা অনুযায়ী মুখ্যমন্ত্রী চলছেন। তৃণমূলে যারা আছেন তাদের চেয়ে অন্য দল থেকে আসা লোকদের বেশি গুরুত্ব দিচ্ছেন। ভালো হল, আমাকে আর বিড়ম্বনায় পড়তে হবে না। আসলে দলের মধ্যে উইপোকারা পুরনো কর্মীদের কাজ করতে দিচ্ছে না। তাই তাদের সরিয়ে দেওয়া উচিত। যাই হোক যারা আছে তাদের পাশ থেকে স্বচ্ছ ভোটাররা সরে যাবে।" এছাড়াও এদিন তৃণমূলের অভিযোগ করা দলবিরোধী কাজের প্রসঙ্গ টেনে দলকে কটাক্ষ করে বলেছেন, "কাটমানি দিতে বারণ করেছিলাম, অবৈধ নির্মাণে বিরোধিতা করেছিলাম। এটাই কি আমার দলবিরোধী কাজ? আর যদি তাই হয় তাহলে আমি বেইমান। বেইমান হয়েই ভালো আছি। আমি মানুষের পাশ থেকে সরব না। আমি মানুষের জন্য কাজ করতে চাই।"