একুশের বাংলা বিধানসভা নির্বাচনে চতুর্থ দফায় ভোটগ্রহণের ভয়াবহ দিন ভারতবর্ষের নির্বাচনের ইতিহাসে বিরল। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের গুলিতে প্রাণ হারান চার ভোটার। গোটা রাজ্য থেকে প্রশাসন তথা নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। এরই মাঝে অনভিপ্রেত মন্তব্য করে ফের আমজনতার বিতর্কের মুখে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। "দুষ্টু ছেলেরা বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে", দিলীপ ঘোষের এহেন মন্তব্যকে ঘিরে আলোড়ন সৃষ্টি হয়েছে। এই বিতর্কিত মন্তব্যকেই হাতিয়ার করে দিলীপ ঘোষকে নির্বাচনী প্রচারাভিযান থেকে নিষিদ্ধ করার ডাক দিল তৃণমূল। এই মর্মে কমিশনের কাছে অভিযোগও দায়ের করেছেন তারা।
তৃণমূলের দাবি, দিলীপ ঘোষের কথা থেকে স্পষ্ট বোঝা যায় বিজেপি নেতাদের নির্দেশেই কেন্দ্রীয় বাহিনী ওই এলাকায় গুলি চালায়। তাই বাকি চার দফায় নির্বাচনে দিলীপ ঘোষের প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হোক। একইসঙ্গে বিজেপি রাজ্য সভাপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা করার পথেও হেঁটেছে তৃণমূল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে লেখা চিঠিতে তৃণমূলের দাবি,শীতলকুচিতে নৃশংসভাবে ঠান্ডা মাথায় চার নিরীহ মানুষকে হত্যার ঘটনায় নিন্দা করার পরিবর্তে বাকি বাকি ৪ দফার নির্বাচনে একইরকম ‘হিংসা’ জারি রাখার বার্তা দিচ্ছে দিলীপ ঘোষ। যদিও বিজেপি এই বিষয়ে পাত্তা দিতে নারাজ। পাল্টা মুখ্যমন্ত্রীর 'ভাষা' নিয়ে কটাক্ষ করেন তারাও। এখন দেখার, আগামী চার দফার ভোটগ্রহণে শান্তি রক্ষার্থে কতটা তৎপর হতে পারে কমিশন।