আজই শুরু প্রথম দফায় ভোটগ্রহণ। আর সকাল থেকেই চলছে বুথে বুথে অসন্তোষ। কাঁথি উত্তর ও দক্ষিণের দুই কেন্দ্রে ইভিএম মেশিন হ্যাক করার অভিযোগ তুলে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের ভোটাররা। এরপরই ভোটগ্রহণের হারে অসঙ্গতির ছবি ফুটে ওঠে নির্বাচন কমিশনের অ্যাপে। কীভাবে পাঁচ মিনিটের মধ্যে কমে গেল ভোটগ্রহণের হার? এই প্রশ্ন তুলে প্রমাণস্বরূপ দুটি স্ক্রিনশট সহযোগে নির্বাচনের কাছে তদন্তের দাবি জানিয়েছে তৃণমূল কংগ্রেস।
নির্বাচন কমিশনের ওই অ্যাপের তথ্য ঘিরে তৃণমূলের প্রথম পেশ করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে সকাল ৯:১৩ মিনিটে কাঁথি উত্তর ও কাঁথি দক্ষিণে ভোটগ্রহণের হার ছিল যথাক্রমে ১৮.৯৫ শতাংশ। আর দ্বিতীয় স্ক্রিনশটটিতে দেখা যায় ৯.১৭ মিনিটে কাঁথি উত্তর ও কাঁথি দক্ষিণে ভোটগ্রহণের হার ১৮.৪৭ শতাংশ। মাত্র পাঁচ মিনিটের মধ্যে কীভাবে ভোটগ্রহণের হার কমে গেল, এই প্রশ্নই ট্যুইটে রাখা হয়েছে তৃণমূলের তরফ থেকে।
টুইট পেয়ে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। এই ঘটনার ওপর আলোকপাত করে কীভাবে এমনটা হল খতিয়ে দেখছে তারা। কমিশনের তথ্য প্রযুক্তি টিমকে ঘটনার তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে।