একই পরিবারে নিখোঁজ তিন বোন। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে নদিয়ায়। নিখোঁজ নাকি অপহরণ? উদ্বেগে পরিবার। সূত্রের খবর, গত ২ জানুয়ারি থেকে বাড়ির বড় মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে দ্বাদশ শ্রেণীর ছাত্রী। আবার ঠিক দু’দিন পর অর্থাৎ ৪ জানুয়ারি, কাজের সূত্রে বাড়ির বাইরে যায় অন্য দুই বোন। বাড়িতে বলে যায়, "একটু আসছি, তাড়াতাড়ি ফিরব"। অথচ দিন গড়িয়ে রাত এমনকি পরেরদিন গড়িয়ে গেলেও মেয়ে আর বাড়ি ফেরেনি। দু'জনেই দশম শ্রেণির ছাত্রী।
ইতিমধ্যেই পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়েছে। তিন নাবালিকা বোনের নিখোঁজ হওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই নদীয়ার চাকদহ থানার দুধকুমার এলাকাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে খবর, গত ৪ জানুয়ারি চাকদহ থানা এলাকার বিষ্ণুপুরের একটি ব্যাঙ্কে কেওয়াইসি জমা দেওয়ার নাম করে বাড়ি থেকে 'পালায়' দুই নাবালিকা। পুলিশের প্রাথমিক অনুমান, "এটা কোনও অপহরণের ঘটনা নয়।" তবুও তদন্ত করে দেখা হচ্ছে।