পূর্বাভাস অনুযায়ী সকাল থেকেই রাজ্যে শুরু হয়েছে বৃষ্টি। মুখ ভার আকাশের। অন্যদিকে, পশ্চিমী ঝঞ্ঝার আগমনে আগামিকাল সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পঙে। একইসঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছেন আবহবিদরা। পাশাপাশি অবস্থার অবনতি হলে ভূমিধসের সম্ভাবনা প্রবল। আর সে কারণেই কমলা সতর্কতা জারি করা হল দার্জিলিং এবং কালিম্পঙে।
প্রসঙ্গত, আগামী কয়েক দিন ধরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা ছিল। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সান্দাকফু এবং টাইগার হিলসে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এই ধরনের আবহাওয়ায় ভূমিধসের সম্ভাবনা প্রবল। তাই জারি হল কমলা সতর্কতা।
এর সঙ্গেই দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় রবিবার এবং সোমবার সারা দিন ধরেই বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও একই পূর্ভাভাস দিয়েছে হাওয়া অফিস।