ছাত্রনেতা আনিস খানের (Anis Khan Death) মৃত্যুতে উত্তপ্ত রাজ্য-রাজনীতি। আনিসের পরিবারের তরফে বারংবার সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করা হলেও, রাজ্য পুলিশের উপর ভরসা রাখার আরজি জানিয়েছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। যদিও তদন্তে নেমে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে SIT-কে। এই পরিস্থিতিতে ফের আরও একবার সকলকে রাজ্য পুলিশের উপর ভরসা রাখার আরজি জানালেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। নিরপেক্ষ তদন্তের পাশাপাশি তিনি সাফ জানিয়েছেন, "১৫ দিনের মধ্যেই আনিস হত্যার রহস্য উদঘাটন হবে। অভিযুক্তদের শাস্তি পেতেই হবে।"
এদিন সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। তিনি আরও বলেন, "পুলিশ সিট গঠন করেছে। তদন্ত শুরু করা হয়েছে। ১০০ শতাংশ নিরপেক্ষভাবে তদন্ত হচ্ছে। যা তথ্য পাওয়া গেছে, তার ভিত্তিতে ইতিমধ্যেই দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন হোমগার্ড কাশীনাথ বেড়া। অপরজন সিভিক ভলান্টিয়ার প্রীতম ভট্টাচার্য।"
প্রসঙ্গত, এদিন নবান্নে সাংবাদিক বৈঠক থেকেও রাজ্য পুলিশের উপর আস্থা রাখার পরামর্শ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "বারবার সিবিআই তদন্তের কথা বলে রাজ্য পুলিশের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যে কোনও বিপদে রাজ্য পুলিশই বাংলার মানুষের পাশে থাকে। এক্ষেত্রে সঠিক তদন্তই হবে। প্রকাশ্যে আসবে আসল তথ্য।"
বলাবাহুল্য, রাজ্য পুলিশের উপর আস্থা নেই আনিসের পরিবারের। তাঁদের দাবি, আনিস হত্যাকাণ্ডের তদন্ত করুক সিবিআই। তাই অভিযোগ উঠছে, পরিবারের তরফে অসহযোগিতার। তদন্তের স্বার্থে রাজ্য পুলিশ মোবাইল ফোন চাইলেও তা দেওয়া হচ্ছে না। এমনকি পুনরায় ময়নাতদন্ত করতে চাইলেও, তা করতে দেওয়া হচ্ছে না পরিবারের তরফে।