সিঙ্গুর আন্দোলনে কেটে গিয়েছে দশ বছর। তবে এক দশক পরও দেশে কৃষকদের পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি, টুইটে তা ফের তুলে ধরে সোচ্চার হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সিঙ্গুর আন্দোলনের দশম বর্ষ পূর্তিতে আজ, ১৪ জুন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা এক সময়ের বিরোধীনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) ফিরে দেখলেন সিঙ্গুর-পর্বের দিকে। এবং সেই ফিরে-দেখার সূত্রেই দুটি টুইটও করলেন তিনি।
উল্লেখ্য, এই জমি আন্দোলন তথা কৃষক’বন্ধু’ ইমেজের উপর ভর করেই বাংলার রাজনীতিতে উত্থান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১১ সালের সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনই মোড় ঘুরিয়ে দিয়েছিল তাঁর রাজনৈতিক কেরিয়ারের।
দুটির প্রথম টুইটটিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, "দীর্ঘ ও কঠিন এক লড়াইয়ের শেষে দশ বছর আগে, আজকের দিনে বিধানসভায় Singur Land Rehabilitation and Development Bill 2011 পাশ হয়েছিল। আমরা কৃষকদের স্বার্থরক্ষার জন্য একজোট হয়ে লড়াই করেছিলাম। তাঁদের না-পাওয়ার জায়গাটা চিহ্নিত করতে পেরেছিলাম এবং তাঁদের দৈনন্দিনে ইতিবাচক পরিবর্তন এনেছিলাম।"
টুইটে কার্যত আক্ষেপ প্রকাশ করে মুখ্যমন্ত্রী জানালেন, ”কেন্দ্রের উদাসীনতার কারণে দেশের কৃষকরা দুর্দশায় রয়েছেন। তা আমাকে ব্যথিত করছে। আসুন, সমাজের মেরুদণ্ড কৃষক শ্রেণির উন্নয়নের স্বার্থে এক হয়ে লড়াই করি। তাঁদের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়াই আমাদের মূল লক্ষ্য হোক।”
দ্বিতীয় টুইটে মমতা লেখেন, "আজ এটা দেখে আমার কষ্ট লাগে যে, দেশ জুড়ে আমাদের কৃষকভাইরা কেন্দ্রের উদাসীনতার জেরে ভুগছেন। আমাদের সমাজের মেরুদণ্ডস্বরূপ এই কৃষকবর্গের মঙ্গলের লক্ষ্যে একযোগে আমরা লড়াই চালিয়ে যাব। তাঁদের স্বার্থরক্ষাই আমাদের আশু কর্তব্য হোক।"