ফের আরও একবার এসএসসি গ্রুপ ডি (SSC Group D) নিয়োগ মামলায় বেতন বন্ধের নির্দেশ কলকাতা হাইকোর্টের (Kolkata HighCourt)। এবার ৫৪২ জনের বেতন বন্ধের নির্দেশ কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার এই মামলার শুনানিতে এমনটাই নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, গত সপ্তাহেই বেআইনি নিয়োগের অভিযোগ তুলে ২৫ জনের বেতন বন্ধ করে দিয়েছিল আদালত। এবার আরও ৫৪২ জনের বেতন বন্ধের নির্দেশ কলকাতা হাই কোর্ট।
এদিন মামলার শুনানিতে বিচারপতি জানান, ২০১৯ সালে এসএসসি গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়। তারপর এই ৫৪২ জন চাকরিতে নিযুক্ত হয়েছিলেন কিনা, তা খতিয়ে দেখতে হবে। যদি প্রমাণ হয়, এই ৫৪২ জনের নিয়োগ বেআইনি তাহলে আগের ২৫ জনের মতো ৫৪২ জনেরও বেতন বন্ধ থাকবে।
প্রসঙ্গত, বুধবারই এসএসসি নিয়োগ মামলায় সিবিআই (CBI) তদন্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। আর এরপরেই আজ ৫৪২ জনের বেতন বন্ধের নির্দেশ কলকাতা হাইকোর্ট।