তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাফ দাবি ছিল, তাঁর প্রথম কাজ কোভিড মোকাবিলা। আর সেই মোতাবেক প্রধানমন্ত্রীকে (Narendra Modi) একাধিক চিঠি লিখেছেন মমতা। আর প্রতি চিঠিতেই পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন এবং ভ্যাকসিন ও কোভিড যুদ্ধের বিভিন্ন ওষুধ সরবরাহের দাবি জানিয়েছেন। তবে এবার ফের ভ্যাকসিন প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী।
চিঠিতে উল্লেখ, কেন্দ্রের তরফে যে পরিমান ভ্যাকসিন পাঠানো হয়েছে, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। পাশাপাশি ভ্যাকসিন উৎপাদনের জন্য রাজ্য জমি দিতে প্রস্তুত বলেও এদিন জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কিছুটা একই সুরে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও প্রধানমন্ত্রীর কাছে, ভ্যাকসিন তৈরির ফর্মুলা জানতে চেয়েছিলেন। যাতে দিল্লিতে দ্রুত ভ্যাকসিন তৈরি সম্ভব হয়।
উল্লেখ্য, দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ। প্রতিটি রাজ্যে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। পরিস্থিতি স্বাভাবিক করতে একটাঈ পথ, আর তা হল পর্যাপ্ত ভ্যাকসিন। আর ভ্যাকসিন না পেতেই চিঠিতে মুখ্যমন্ত্রীর বার্তা, "রাজ্যে ১০ কোটি মানুষের জন্য করোনার টিকা প্রয়োজন। কিন্তু যা পাঠানো হয়েছে তা অত্যন্ত সামান্য। আপনার কাছে আমি এর আগেও অক্সিজেন এবং ভ্যাকসিন দেওয়ার দাবি জানিয়েছি। আবারও বলছি, রাজ্যের জন্য অক্সিজেন এবং ভ্যাকসিন পাঠান। না হলে সংকট সৃষ্টি হবে।"