একুশে নির্বাচনের আগে ক্রমশ বাকবিতন্ডায় জড়িয়ে যাচ্ছে তৃণমূল বিজেপি শিবির। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে শুভেন্দু অধিকারী শাসকদলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে ক্ষোভ উগরে দিয়েছেন। এবার তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের পাল্টা জবাব দিলেন তিনি। কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে "উপসর্গহীন করোনাভাইরাস আক্রান্ত" বলে বিদ্রুপ করেছিলেন। আজ তার পাল্টা জবাব দিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী আজকে কাঁথির ঢোলামারি বাজার থেকে মুকুন্দপুর পর্যন্ত রোড শো করেছিলেন। সেখানে রীতিমতো জনপ্লাবনে ভেসেছিলেন তিনি। সেখান থেকেই তিনি নাম না নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার পাল্টা জবাব দিলেন তিনি। তিনি বলেছেন, "তোলাবাজ ভাইপো বলেছে শুভেন্দু অধিকারী উপসর্গহীন করোনা ভাইরাস আক্রান্ত। আরে উপসর্গহীন হলে মরে না বেঁচে যায়। কিন্তু তুমি তো তৃণমূল প্রাইভেট কোম্পানির ক্যান্সার। এমন পচন লেগেছে যে সামলানো যাবে না। মাথা থেকে পচন শুরু হয়েছে। বাঁচার আর কোনো উপায় নেই। হাত বা পা হলে কেটে বাদ দিয়ে দেয়া যেত। কিন্তু মাথার পচন বাদ দেবেন কি করে।"
সেইসাথে আজকে অনেকটা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের বিরুদ্ধে আক্রমণে হেনেছেন। তিনি রাজ্য পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, "একবার রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর রাজ্য সরকারের দলদাস ক্রীতদাস পুলিশ কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।"