আর কোনো অনিশ্চয়তা রইলো না। রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ঘোষণা করলেন দাদার সাথেই প্রায় পঞ্চাশ হাজার 'দাদার অনুগামী' আনুষ্ঠানিকভাবে অমিত শাহর মঞ্চে আজ তৃণমূল কর্মী-সমর্থক থেকে বিজেপির কর্মী সমর্থকে রূপান্তরিত হতে চলেছেন।
আজ দুপুর আড়াইটে নাগাদ মেদিনীপুর কলেজ ময়দানে জনসভা করবেন অমিত শাহ। বিধায়ক হিসেবে তাঁর ইস্তফাপত্র যদিও এখনো সরকারিভাবে গৃহীত হয়নি কারণ তিনি স্পিকার বিমান বন্দোপাধ্যায়ের অনুপস্থিতিতে গিয়ে ইস্তফা দেন যা নিয়মবহির্ভূত। আগামী সোমবার দুপুর দুটোয় আবার সময় দেওয়া হয়েছে। গতদিন সাংবাদিক সাক্ষাৎকারে কৈলাস বিজয়বর্গীয় জানান শুভেন্দুর সাথে তাঁর ঘনিষ্ঠ আরও পঞ্চায়েত স্তরের সদস্য থেকে শুরু করে ছোট বড় নেতারা গেরুয়া শিবিরে যোগ দেবেন। সূত্রের খবর, এই মুহূর্তে দিল্লিতে আছেন শুভেন্দু এবং অমিত শাহর সহযাত্রী হয়ে একই চপারে মেদিনীপুরের সভায় প্রবেশ করবেন অনুগামীদের 'দাদা'। ঘনিষ্ঠ সূত্রে খবর শুধু তিনিই নন, পঞ্চাশ হাজার কর্মী সমেত আরও দশ জন তৃণমূলের বিধায়ক নাম লেখাবেন পদ্মফুলে।