বাংলার বিধানসভা নির্বাচনে আগে নিত্যদিনই নতুন চমকে পরিপুষ্ট হচ্ছে রাজ্য তথা দেশের রাজনীতির প্রাঙ্গণ। তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগদানকারী রাজ্যের বিদায়ী পরিবহনমন্ত্রী এবার কেন্দ্রীয় মন্ত্রীসভার নিয়োগ কমিটির তত্ত্বাবধানে তিন বছরের জন্য অস্থায়ীভাবে নিযুক্ত হলেন জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদে। যদিও এই ঘটনায় শুভেন্দু প্রতিক্রিয়া হিসেবে ব্যক্ত করেন যে তিনি কোনো পদের প্রত্যাশী নন।
বস্ত্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে এতদিন এই পদের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে একজন আমলাই নিযুক্ত ছিলেন। পরে পার্টটাইম চেয়ারম্যান পদটি তৈরি করা হয় এবং নেলি সেনগুপ্ত সরণিতে ওই পদে তার নতুন অফিস ও ভিজিটর্স রুম নির্মাণও শুরু হয়েছে। এই পদে থেকেও শুভেন্দু বিধানসভা ভোটে দাঁড়াতে পারবেন বলেই সূত্রের খবর। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা সহ রাজ্যের ৭০ টি চটকলের নিয়ন্ত্রক এই জুট কর্পোরেশনের দায়িত্ব পেয়ে তিনি আরও বলেন পশ্চিমবঙ্গকে মোদীজির হাতে তুলে দিতে তিঁনি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে পদ দিয়েছেন তা যথাযথভাবে পালন করবেন শুভেন্দু এবং রাজ্যে শিল্পায়নের মূল ধারা চটকলগুলির উন্নয়নের চেষ্টা করবেন। শুভেন্দুর বিজেপিতে "কোনো পদ লাগবেনা" প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা প্রশ্ন তোলেন, নিরাসক্ত হলে পদ গ্রহণ করলেন কেন?