চলতি মাসের প্রথম সপ্তাহে ভর সন্ধ্যায় খুন হয়েছিলেন কলেজ ছাত্রী সুতপা চৌধুরী। এই হত্যাকাণ্ডে ওই দিনই গ্রেফতার হন মূল অভিযুক্ত সুশান্ত চৌধুরী। এখনও পর্যন্ত জেলেই আছেন সুশান্ত। প্রায় প্রতিদিনই জেরার সম্মুখীন হচ্ছে সে। তবে প্রথমদিকে তাঁর মধ্যে ছিল না কোনও অনুশোচনা। একেবারেই চুপ হয়ে গিয়েছিল সুশান্ত।
তবে বর্তমানে মৌনতা কাটিয়ে কথা বলছে সুশান্ত। মাঝে মধ্যেই সুতপাকে নিয়ে গল্প করছে সুশান্ত। কেঁদে ফেলছে অনুশোচনায়। সুশান্ত ভাবতেই পারছে না, তার সুতপা আর নেই। রাগের মাথায় সুশান্ত যে ভুল পদক্ষেপ নিয়েছে, তা এখন বুঝতে পেরেছে সে। আর তার এই আচরণ বদল চিন্তা বাড়াচ্ছে কারারক্ষীদের। তাই সুশান্তর ওপর রয়েছে বাড়তি নজর।
জেল সূত্রের খবর, নিজের পরিবারের লোকেদের সঙ্গে দেখা করতে চাইছে না সুশান্ত। এমনকী তার বাবার পাঠানো আইনজীবীর সঙ্গেও কথা বলতে চাইনি সে। তবে সুশান্তর যেভাবে আচরণ বদল হয়েছে, তা নিয়ে বাড়তি সতর্কতার প্রয়োজন বলে মনে করছেন মনোরোগ বিশেষজ্ঞরা। সেই মতোই জেলে সুশান্তকে ২৪ ঘন্টা নজরদারির মধ্যে রাখা হচ্ছে।