২৯ মার্চ, ২০২৩
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা

Sundarban : শীতের শুরুতেই দক্ষিণরায়ের সাক্ষাৎ, এক সপ্তাহে পরপর দু'বার রয়েল বেঙ্গল টাইগারের দর্শন

শীতের শুরুতেই খুশি পর্যটকেরা, যদিও আতঙ্কে গ্রামবাসী
royal bengal tiger sundarban Bengali News
সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার
rajkumar-giri
রাজকুমার গিরি
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২১
শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২১ ১০:৩৪

বিভিন্ন সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন, "শীতকাল কবে আসবে সুপর্ণা?" কবি ভাস্কর চক্রবর্তী শীতকালে তিনমাস ঘুমিয়ে থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু বাঙালি শীতকাল এলেই বেরিয়ে পড়েন ঘরের বাইরে। দূরে না হোক, কাছে পিঠে ঘুরে আসা চাই-ই চাই। কাছাকাছির মধ্যে অনেকেই যান সুন্দরবন। কপালে থাকলে হিজল, গোলপাতা, ক্যাওড়ার জঙ্গলে লাল-হলুদ ডোরাকাটা দক্ষিণরায়ের সাক্ষাৎ মিললেও মিলতে পারে। সঙ্গে সংকীর্ণ নদীপথের উচ্ছ্বলতা এবং জঙ্গলের মায়াবী সৌন্দর্য মুগ্ধ করবেই।

চলতি বছরের শীতকালের শুরুতেই গত এক সপ্তাহের মধ্যেই পরপর দু'বার সুন্দরবনে (Sundarban) দক্ষিণরায়ের দেখা মিলল। পর্যটকদের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। জঙ্গল থেকে লোকালয়ে পৌঁছে মানুষ দেখেই দেদৌড়। সূত্রে খবর, গতকাল বিকেলে সজনেখালি রেঞ্জের পিরখালি ৫ নম্বর বাঁকিতে দেখা মিলল দক্ষিণরায়ের। সেই ছবি ক্যামেরা বন্দি করলেন পর্যটকেরা। সাধারণত জঙ্গল ছেড়ে লোকালয়ে আসে না রয়েল বেঙ্গল টাইগার। তবে মাঝে মাঝেই জঙ্গল ছেড়ে লোকালয়ে পৌঁছে যায়। তখনই দেখা মেলে দক্ষিণরায়ের।

এই ঘটনার দিন দুয়েক আগেও দেখা মিলেছিল দক্ষিণরায়ের। সুন্দরবন কোস্টাল থানার ১০ নম্বর ঘেড়িতে দেখা মিলেছিল তার। গত এক সপ্তাহের মধ্যে পরপর দু'বার লোকালয়ে বাঘ চলে আসার ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সাধারণত এত ঘনঘন বাঘ লোকালয়ে আসে না। নিশ্চয়ই কোন সমস্যা হয়েছে। যদিও আচমকা বাঘের হানায় যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। সেই নিয়ে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক তো আছেই। যদিও বন দফতরের কর্তারা জানিয়েছেন, ভয় পাওয়ার কোন কারণ নেই। লোকালয়ে বাঘ আসা আটকাতে ১০৫ কিলোমিটার বিস্তীর্ণ এলাকা জুড়ে বেড়া দেওয়া আছে। জঙ্গলের ভেতর ১৭ টি বন দফতরের ক্যাম্প রয়েছে। কোন বাঘ আচমকাই বেরিয়ে পড়লে তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হয়।

শীতকাল এলেই সুন্দরবন চত্বরে চড়ুইভাতির আড্ডা জমে। দিন দুয়েকের জন্য অনেকেই বেরিয়ে পড়েন। জঙ্গলের সৌন্দর্য দেখার পাশাপাশি যদি আচমকাই দক্ষিণরায়ের দেখা মেলে তাহলে তো আনন্দের শেষ নেই। তার সঙ্গে আনুষঙ্গিক বিপদের দিকেও সতর্ক নজর রাখতে হয়। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, আগামী দিনে আরও অত্যাধুনিক ফেন্সিং দেওয়া হবে। যা কেটে বাঘ সহজে বাইরে বেরোতে পারবে না। বন দফতর আশ্বস্ত করলেও ভয় কাটছে না সাধারণ মানুষের।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৮ মার্চ

সিঙ্গুরে আট একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ এপ্রিলের মধ্যেই শেষ হবে

Modi Mamata new 2
২৮ মার্চ

নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা শান্তিনিকেতন

Draupadi Murmu Mamata Banerjee
২৬ মার্চ

আগামী ৩ দিন রাজ্যের আবহাওয়ার পরিবর্তন

Rain taxi kolkata
১৯ মার্চ

আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টি বাড়বে

Rain taxi kolkata
১৮ মার্চ

নিজের ব্যর্থতার কথা স্বীকার করলেন অভিনেত্রী তথা যুব তৃণমূল সভাপতি সায়নী ঘোষ

Saayoni new
১৭ মার্চ

আজ কালীঘাটে, মুখ্যমন্ত্রীর কার্যালয়ে প্রায় ১ ঘণ্টা ধরে বৈঠক হল দু'জনের

Akhilesh Mamata
১৪ মার্চ

যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিন, তাদের জন্য আমার কোনও দয়া নেই : মুখ্যমন্ত্রী

mamata banerjee speech
১৩ মার্চ

উচ্চমাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে বিশেষ বাস চালানোর সিদ্ধান্ত নিল পরিবহণ দপ্তর

Kolkata minibus
১৩ মার্চ

উত্তরবঙ্গের ৫টি জেলায় কমলা সতর্কতা এবং দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে

Rain taxi kolkata
১২ মার্চ

বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে খবর

Rain taxi kolkata