একুশে নির্বাচনের আগে দলবদল একটা ট্রেন্ড। কিন্তু দলবদল করতে গিয়ে ঘর ভেঙেছে সৌমিত্র সুজাতার। আসলে কিছুদিন আগে বিজেপি নেতা সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা খাঁ আচমকাই গেরুয়া শিবির ছেড়ে সৌগত রায় ও কুণাল ঘোষের হাত ধরে তৃণমূলে চলে আসেন। অবশ্য তাঁর প্রতিক্রিয়ায় বিজেপি নেতা সৌমিত্র খাঁ তার স্ত্রীকে ডিভোর্সের নোটিশ পাঠায়। আজ ডিভোর্স দিতে চান না জানিয়ে সৌমিত্র জায়া সুজাতা চিঠি পাঠায়। অবশ্য তিনি এর আগেই বলেছিলেন, "আমি কোনদিন বিবাহবিচ্ছেদ চাইনি। আজও ডিভোর্সে রাজি নয়। সৌমিত্র থেকে যে আমি আলাদা হব আমি স্বপ্নেও ভাবিনি। রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। তা বলে কি সম্পর্ক শেষ হয়ে যাবে?"
আজ অর্থাৎ রবিবার সুজাতা খাঁ সৌমিত্রকে অভিমানভরা চিঠিতে লিখেছেন, আমাকে বলছো আমি তোমাকে নিয়ে সন্দেহ করি। আমি নাকি নির্দয়, নিষ্ঠুর। এই কথায় আমি রীতিমত স্তম্ভিত। তবে আমাকে একবার দুপুরে ঘরে ঢুকতে দিও। সল্টলেকের বাড়িতে আমার অনেক জিনিস রয়েছে। আমাদের বিয়ের অ্যালবাম ও আরো অনেক মূল্যবান জিনিস। তুমি যেহেতু বলেছ আমাকে বাড়িতে ঢুকতে দেবেনা তাই অনুরোধ করছি যে ১ লা ফেব্রুয়ারি দুপুর ১২ টা নাগাদ আমাকে একটিবার ঘরে ঢুকতে দিও। জিনিসগুলো নিয়ে চলে আসব। চিঠির শেষে সুজাতা ভালোবাসা জানিয়ে লিখেছেন, "উইথ লাভ সুজাতা"।