১৫ জুলাই বিধিনিষেধ উঠে যাবে, লোকাল ট্রেন চলবে। এমন আশা নিয়ে সাধারণ মানুষ থাকলেও, তা হয়নি। বরং বিধিনিষেধের মেয়াদ বেড়েছে ৩০ জুলাই পর্যন্ত। এমনকি চালু হয়নি লোকাল ট্রেন। চলছে শুধুমাত্র স্টাফ স্পেশ্যাল ট্রেন। তবে শহরে বাস চললেও, তাতে ওঠার জো নেই। এরই মধ্যে পরীক্ষার রেজিস্ট্রেশন, রেজাল্ট সংগ্রহ এবং স্কলারশিপ ও পরীক্ষা সংক্রান্ত নানান কারণে যেতে হচ্ছে কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে। অথচ বন্ধ ট্রেন এবং বাসে ঠাসা ভীড়। অন্যদিকে অফলাইনে শুরু হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। তাই পড়ুয়াদের সুবিধার্থে এবার রেলকে কাছে চিঠি রাজ্যের।
জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন বিশেষ ট্রেন অর্থাৎ স্টাফ স্পেশ্যাল ট্রেনে পরীক্ষার্থী ও অভিভাবকদের ওঠার অনুমতি দেওয়া হোক। এমনই অনুরোধ জানিয়ে রেলকে চিঠি দিল পশ্চিমবঙ্গ সরকার।
প্রসঙ্গত, আগামী ১৭ জুলাই শনিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা ৯২,৬৯৫। এদিকে নেই ঠিক মতোন গণপরিবহণ ব্যবস্থা। কাজেই এই পরিস্থিতিতে কীভাবে প্রার্থীরা পরীক্ষাকেন্দ্রে পৌঁছাবে, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। অভিভাবকদের বক্তব্য, ৫০ শতাংশ যাত্রী নিয়ে সরকারি এবং বেসরকারি বাস চললেও তা পর্যাপ্ত নয়। জেলার বিভিন্ন প্রান্তে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও অনেক সময় বাস পাওয়া যায় না। সেই উৎকণ্ঠার মধ্যেই বৃহস্পতিবার পূর্ব এবং দক্ষিণ-পূর্ব রেলকে চিঠি পাঠিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের বিশেষ ট্রেনে ওঠার অনুমতি দেওয়ার অনুরোধ করেছে পরিবহণ দফতর।
চিঠিতে সাফ জানানো হয়েছে, জয়েন্টের অ্যাডমিট কার্ড দেখে পরীক্ষার্থী ও অভিভাবকদের ট্রেনে উঠতে দেওয়া হোক। একইভাবে জয়েন্ট পরীক্ষার সঙ্গে যাঁরা যুক্ত থাকবেন, তাঁদেরও স্টাফ স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার আর্জি জানানো হয়েছে।