এদিন মঙ্গলবার নবান্নে স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক ব্যাঙ্কের কর্তা। এই বৈঠকেই মুখ্যসচিব নির্দেশ দেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে যে সমস্ত পড়ুয়াদের তথ্য সম্পূর্ণ রয়েছে, ব্যাঙ্কগুলি যেন অতি শীঘ্রই তাদের লোন অনুমোদন করেন। কাজেই, সব দিক ঠিক থাকলে এপ্রিলেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে প্রদেয় ঋণের পরিমাণ ছাড়িয়ে যাবে ১ হাজার কোটির অঙ্ক।
সূত্রের খবর, ইতিমধ্যেই ৬০০ কোটি টাকা ছাপিয়ে গিয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অঙ্ক। এছাড়া ব্যাঙ্কগুলোর কাছেও ৫৫ হাজার আবেদনপত্র পড়ে রয়েছে লোন অনুমোদনের জন্য। তাই স্কুল শিক্ষা দফতরকে মুখ্যসচিবের নির্দেশ, যাদের তথ্য পুরোপুরি ভাবে সম্পন্ন রয়েছে ব্যাঙ্কগুলোর কাছে তাদের আবেদনপত্র ৩১ মে-র মধ্যে ছেড়ে দিতে হবে। সেক্ষেত্রে আরও ৪০০ কোটি টাকা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন অনুমোদন হতে পারে ৩০ এপ্রিলের মধ্যেই।
উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে তৃণমূল কংগ্রেসের ইস্তেহারে রাজ্যের পড়ুয়াদের জন্য এক বিশেষ ঋণের ঘোষণা করা হয়। তৃতীয়বার ক্ষমতায় এসেই রাজ্যে চালু হয় 'স্টুডেন্ট ক্রেডিট কার্ড'। চলতি বছরের ৩০ জুন আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা হয়। খবর, ইতিমধ্যেই মোট ২১ হাজার ৫০০ জন পড়ুয়া ঋণ পেয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সহায়তায়।