রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এর অবসরের পর থেকেই দোলাচল সৃষ্টি হয়েছে কলকাতা এবং রাজ্য পুলিশের বিভিন্ন দপ্তরে। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, আজকেই বদলি হচ্ছেন ৫৫জন পুলিশ আধিকারিক যার মধ্যে ৫২ জন হলেন আইপিএস অফিসার। রাজ্যের মুখ্যসচিব থেকে মুখ্যমন্ত্রীর মুখ্য প্রতিষ্ঠিত হিসেবে নিযুক্ত হয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে রাজ্যের মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। সাধারণত যখন মুখ্যসচিবের রদবদল হয় তখন অন্যান্য পুলিশ অফিসারদের বদলি হয়ে থাকে। এদিকে শুধুমাত্র রুটিন বদলি হিসেবে বলছে রাজ্য সরকার। বদলি হওয়া পুলিশ আধিকারিক এর মধ্যে উল্লেখযোগ্য হলেন প্রবীণ ত্রিপাঠি। তিনি বর্তমানে ডিআইজি মালদা পদে আসীন হয়েছেন। ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এর কনভয় হামলার সময় সেখানে ডিআইজি ছিলেন প্রবীণ। তাই তার বদলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
অন্যদিকে রাজ্যের গোয়েন্দা বিভাগের স্পেশাল সুপার অমিতাভ ব্রম্ভ পদোন্নতি পেয়েছেন। অমিতাভ বর্তমানে রাজ্য পুলিশের ডিআইজি ট্রাফিক। তার পাশাপাশি বাঁকুড়ার পুলিশ সুপার শ্যাম সিংহ বর্তমানে মেদিনীপুর রেঞ্জের ডিআইজি। কলকাতা পুলিশের যুগ্ম-কমিশনার দ্বীপনারায়ন গোস্বামী বর্তমানে রাজ্য পুলিশের এসটিএফের ডিআইজি হয়েছেন। পাশাপাশি ডিআইজি ট্রাফিক প্রসূন বন্দ্যোপাধ্যায় এখন বারাসাত রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে নিযুক্ত হয়েছেন। মেদিনীপুর রেঞ্জের ডিআইজি কুনাল আগারওয়াল বর্তমানে কম্পালসারি ওয়েটিং এ রয়েছেন।