রাজ্যে ধানের ন্যুনতম সহায়ক মূল্য বাড়ছে। একইসাথে রাজ্য যেহেতু ফ্রীতে রেশন দিচ্ছে রাজ্যবাসীকে তাই বাড়তি ধানও কেনা হবে। তাই আশা করা যায় দুদিক থেকেই লাভবান হবেন রাজ্যের চাষীরা। গত খরিফ মরশুম অর্থাৎ ১ অক্টোবর ২০১৯ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত ধানের ন্যুনতম সহায়ক মূল্য ছিল কুইন্টাল প্রতি ১৮১৮ টাকা। এবছর সেই দাম ৫০ টাকা বেড়ে হচ্ছে ১৮৬৮ টাকা প্রতি কুইন্টাল। রাজ্যের খাদ্য দপ্তরের পক্ষে জানানো হলো এই খবর।
পাশাপাশি রাজ্য নির্ধারিত সেন্টারে গিয়ে ধান দিয়ে এলে কুইন্টালে বাড়তি আরও ২০ টাকা পাওয়া যাবে। নতুন খরিফ বছরের ধান সংগ্রহের জন্য রেজিস্ট্রেশনের কাজ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। অন্নদাত্রী অ্যাপের মাধ্যমে করা যাচ্ছে রেজিস্ট্রেশন।