পশ্চিমবঙ্গে করোনা সংকট মাথাচাড়া দিয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের প্রতিটি হাসপাতালে বর্তমানে অক্সিজেন এবং বেড সংখ্যা প্রায় বাড়ন্ত। রাজ্যের প্রতিটি হাসপাতালে মানুষের মৃত্যু হয়েছে অক্সিজেনের অভাবে। এমন পরিস্থিতিতে শনিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে একাধিক নির্দেশ জারি করা হলো হাসপাতাল এবং নার্সিংহোমগুলির উদ্দেশ্যে। সংরক্ষিত বেড সংখ্যা না কমানোর নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতাল এবং নার্সিংহোমগুলিকে। তার পাশাপাশি রয়েছে অক্সিজেন নিয়ে কড়া নির্দেশ। স্বাস্থ্য কমিশনের তরফে জানানো হয়েছে এবারে প্রতি নার্সিংহোমে ৬০ শতাংশ বেড করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সংরক্ষিত থাকবে।
বেসরকারী হাসপাতাল এবং নার্সিংহোমের বেড সংখ্যা নিয়ে কড়া নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। তাদেরকে বিশেষ করে জানিয়ে দেওয়া হয়েছে যেন তারা নিজেদের বেড সংখ্যা না কমায়। এছাড়াও, যদি বাড়িতে মৃত্যু হয় তাহলে পুরসভার গাড়ি করে দেহ নিয়ে যাওয়া হবে এবং সৎকারের ব্যবস্থা করা হবে। সেই জন্য পরিবারের তরফ থেকে কোনো খরচ দিতে হবে না বলেও জানিয়ে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। সঙ্গেই মৃতদেহ বহনকারী ভ্যানের ভাড়া ৫,০০০ থেকে কমিয়ে ৩,০০০ টাকা করে দেওয়া হয়েছে। তবে এই খরচ পরিবারকে বহন করতে হবে। পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, বর্তমানে রাজ্যে প্রতিদিন ৫৬ মেট্রিক টন অক্সিজেন উদ্বৃত্ত থাকছে। কেন্দ্র এই অক্সিজেন চেয়ে পাঠালেও রাজ্যের যুক্তি, প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে সেহেতু রাজ্যের উদ্বৃত্ত অক্সিজেন রাজ্যে থাকাই ভালো। এছাড়াও অক্সিজেন পাওয়ার ক্ষেত্রে করোনা ভাইরাস আক্রান্ত রোগীরা অগ্রাধিকার পাবেন বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। তবে, অক্সিজেন নিতে গেলে এবার থেকে প্রেসক্রিপশন দেখানো কিন্তু বাধ্যতামূলক।