নতুন বছরের শুরুতে রাজ্য সরকার তাদের সমস্ত কর্মচারীর জন্য একটি বড় ঘোষণা করল। প্রত্যেক রাজ্য সরকার কর্মচারী ১ লা জানুয়ারি থেকে ৩ শতাংশ হারে মহার্ঘভাতা বা ডিএ পাবেন। এই ডিএ দেওয়া নিয়ে অনেকদিন আগে থাকতেই টানাপোড়েন চলছিল। আগের কয়েক বছর রাজ্য সরকার কর্মচারীরা তারা তাদের প্রাপ্য মহার্ঘ ভাতা পায়নি। তাই তারা এই নিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছিল। আবেদনের নিরিখে আগের বছরের ডিসেম্বর মাসেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছিল যে নতুন বছরে রাজ্য সরকার কর্মচারীরা ডিএ পাবে। তবে পুরনো বিজ্ঞপ্তি অনুযায়ী, যাদের বেতন ২ লাখ টাকার কম তারা একমাত্র এই ভাতা পাবে। কিন্তু আজ সিদ্ধান্ত বদল করে নবান্ন জানিয়েছে, সকল রাজ্য সরকার কর্মচারী ডিএ পাবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, এরআগে ভাতা না দেওয়া বিতর্ক সূত্রে ২৬ জুলাই ২০১৯ সালে স্যাট নির্দেশ দিয়েছিল আগামী তিন মাসের মধ্যে বকেয়া ভাতা দিতে হবে। কিন্তু নবান্ন তার বিরুদ্ধে মামলা করায় সেই সময়সীমা খারিজ হয়ে যায়। অবশ্য পরে নবান্নের দাবি আদালত না মানায় সেই কর্মচারীদের তাদেরকে ডিএ দিতেই হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে ২ হাজার ২০০ কোটি টাকা খরচ করতে হবে। কিন্তু এখন ৩ শতাংশ ডিএ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সেই খরচ অনেকটাই বাড়বে। কিন্তু নির্বাচনের আগে শাসকদল কোনভাবেই রাজ্য সরকারি কর্মচারীদের চটাতে চাইবে না।